ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দিনমজুরদের খাদ্যসামগ্রী দিলেন আ’লীগ নেতা রনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
বগুড়ায় দিনমজুরদের খাদ্যসামগ্রী দিলেন আ’লীগ নেতা রনি .

বগুড়া: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটির মধ্যে বগুড়ায় দিনমজুরদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের ১০ নম্বর ওয়ার্ডে দরিদ্র-দিনমজুর মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী।

জানা গেছে, ৫০টি দরিদ্র ও দিনমুজুর পরিবারের মাঝে ১৬ কেজি ওজনের এই খাদ্য সামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তেল।

 

বিকেলে তরুণ এ আওয়ামী লীগ নেতা বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র মানুষের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় তার সাথে জেলা ছাত্রলীগ নেতা মিম পোদ্দার উপস্থিত ছিলেন।

এর আগেও তিনি শহরের বিভিন্ন স্থানে প্রায় ৫ শতাধিক দরিদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
কেইউএ/এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।