ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনী শহর জীবাণুমুক্ত করতে মাঠে ফায়ার ব্রিগেড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ফেনী শহর জীবাণুমুক্ত করতে মাঠে ফায়ার ব্রিগেড .

ফেনী:  করোনা ভাইরাসের বিস্তার রোধে ফেনীর জনপদ জীবাণুমুক্ত করতে কাজে নেমেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। 

শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী শহরের প্রধান সড়কগুলো জীবাণুনাশক পানিতে পরিস্কারের কাজ শুরু করে এই বিভাগের কর্তৃপক্ষ।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, ফেনী অফিসের নিজস্ব তত্ত্বাবধানে এ কাজ করা হচ্ছে।

সরকার দেশকে করোনামুক্ত ঘোষণা না করা পর্যন্ত সড়ক ও বাজার জীবাণুমুক্তকরণের কাজ চলবে।

তিনি জানান, এ কর্মসূচি পালনের জন্য দুটি দল গঠন করা হয়েছে, প্রত্যেক দলে ১২ জন সদস্য রয়েছেন। প্রথম দিন শহরের প্রধান সড়কে কাজ চললেও আগামীকাল (রোববার) হতে কাঁচা বাজারেও জীবাণু ধ্বংসে কাজ চলবে।

পানি ছিটিয়ে জীবাণু ধ্বংস প্রসঙ্গে তিনি বলেন, রিজার্ভ ট্যাংকের পানিতে পরিমাণমত ব্লিচিং পাউডার ও ফোম ব্যবহার করা হয়েছে। ব্লিচিং পাউডার জীবাণু ধ্বংস করবে, ফোম ময়লা পরিস্কার করবে।

তিনি বলেন, বাজারে মানুষের সমাগম ঘটে। এখানে জীবাণু বিস্তারের সম্ভাবনা বেশী। তাই বেলা ১২টার পর বাজারে পরিচ্ছন্নতা অভিযান চলবে। এ কার্যক্রম জেলার সর্বত্র পরিচালিত হবে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এসএইচডি/এমআইএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।