ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে করোনা সন্দেহে আইসোলেশনে একই পরিবারের পাঁচ সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
রংপুরে করোনা সন্দেহে আইসোলেশনে একই পরিবারের পাঁচ সদস্য .

রংপুর: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একই পরিবারের ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত পৌনে দশটার দিকে তাদেরকে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বাসিন্দা ওই পরিবারের সদস্যরা জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।

রমেক সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন, স্বামী (৩০), স্ত্রী (২৪), আড়াই বছরের ছেলে, ছোট ভাই (২৮) ও ভাইয়ের স্ত্রী (১৭)।

 

গত ২৫ মার্চ ঢাকায় থেকে ওই পরিবারের একজন বাড়িতে ফিরলে তাকে এলাকাবাসী বাড়িতে আটকে রাখে। পরে ওই পরিবারের অসুস্থ ব্যক্তিরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের রমেকে পাঠানো হয়।  

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা এসব উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসে। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত কি না।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ