ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: নারায়ণগঞ্জের দুজন মারা গেছেন আমেরিকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা: নারায়ণগঞ্জের দুজন মারা গেছেন আমেরিকায় প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার শফিকুল ইসলাম ও তার একমাত্র সন্তান ডা. শাকিল সালেহীন।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৩টায় বাবা শফিকুল ইসলাম ও শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টায় ছেলে ডা. শাকিল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মারা যান।  

শফিকুল ইসলামের স্ত্রী রাশিদা খানম বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের মধ্যে শফিকুল ইসলাম হলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সাইড এর সাবেক সভাপতি আহসান সুমনের বড় ভাই। সুমন নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়ির ভাড়াটিয়া।

তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার কাজীর পাগলা গ্রামে। তারা প্রায় তিন যুগ যাবত নারায়ণগঞ্জে বসবাস করেন। শফিকুল ইসলাম ১৯৯১ সালে ডিবি লটারি জিতে স্বপরিবারে আমেরিকা চলে যান।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি সুমনের মাধ্যমে বিষয়টি জেনেছি। পুরো পরিবার আমেরিকাতে করোনা আক্রান্ত হয়েছে, বিষয়টি খুবই মর্মান্তিক। ’

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।