ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনা প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লর্ড তারিক/ ছবি: সংগৃহীত

ঢাকা: করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাজ্য। শনিবার ( ২৮  মার্চ) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী (ফরেন ও কমনওয়েলথ বিষয়ক) লর্ড তারিক আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড তারিক আহমেদ টুইটার বার্তায় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, টেলিফোন আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের খোঁজ-খবর নেন। এছাড়াও  ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চালর্সের বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শনিবার একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে বরিস জনসনের রোগ মুক্তি প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০১০২ ঘন্টা, মার্চ ২৯, ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।