ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় ৩০ গণপরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
উল্লাপাড়ায় ৩০ গণপরিবহনকে জরিমানা

সিরাজগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবহন করার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ৩০ গণপরিবহনকে ৬৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।

ইউএনও আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মহাসড়কে বাস ও ট্রাকে যাত্রী পরিবহন করার দায়ে ৩০ যানবাহনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।