ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা সন্দেহে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনা সন্দেহে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ঠাকুরগাঁও: করোনায় আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের রুহুল আমিন ও তার পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, যে পাঁচজনকে আনা হয়েছে তারা সবাই একই পরিবারের সদস্য।

তাদের সবার লক্ষণ একই রকম। তবে রুহুল আমিনের অবস্থা সংকটাপন্ন। তাদের দ্রুত রংপুর মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, আইডিসিআরের একটি প্রতিনিধি দল আজ গাইবান্ধায় আসেন। তারা রোববার (২৯ মার্চ) রংপুর মেডিক্যালে তাদের পরীক্ষা করবেন।

তিনি আরও বলেন, রুহুল আমিন ঢাকায় চাকরি করার সময় একজন বিদেশির সংস্পর্শে ছিলেন। তাকে ১৫ দিনের কোয়ারেন্টিন দেওয়া হয়। কিন্তু তিনি নিজগ্রাম ভেলাজানে চলে আসেন।

জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, খবর পেয়ে ওই পরিবারের পাঁচজনকে রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়। যেহেতু শুক্রবার তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেছেন সেহেতু পুরো এলাকা লকডাউন করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।