ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: অতিরিক্ত সাড়ে ৬ কোটি টাকা, ১৩ হাজার টন চাল বরাদ্দ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনা: অতিরিক্ত সাড়ে ৬ কোটি টাকা, ১৩ হাজার টন চাল বরাদ্দ 

ঢাকা: করোনা ভাইরাসের প্রদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সারাদেশে শনিবার (২৮ মার্চ) পর্যন্ত অতিরিক্ত সাড়ে ৬ কোটি টাকা ও ১৩ হাজার টন চাল বরাদ্দ দিয়েছে।

জেলা প্রশাসকদের অনুকূলে সাধারণ বরাদ্দের অতিরিক্ত বরাদ্দ থেকে এই চাল ও অর্থ ছাড় করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসব চাল ও টাকা ত্রাণ হিসেবে দেওয়া হবে।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।