ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
মানিকগঞ্জে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় শহীদ রফিক সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে জীবাণুনাশক মিশ্রিত পানি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহীদ রফিক চত্বর এলাকায় ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।

তিনি বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় পৌরসভার গাড়িতে  করে শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক দ্রব্য মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

 এ কাজে পৌরসভার পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলী জাকারিয়া লিটন এবং ওই শাখার কর্মকর্তা-কর্মচারীরাও সঙ্গে থেকে সহায়তা দিচ্ছেন।  

করোনাভাইরাস প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পৌরকর্তৃপক্ষ প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।