ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনার রোগী বহনে গাড়ি প্রস্তুত ব্যারিস্টার সুমনের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনার রোগী বহনে গাড়ি প্রস্তুত ব্যারিস্টার সুমনের

ঢাকা: হবিগঞ্জের চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন সময়ে চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

শনিবার (২৮ মার্চ) তিনি বাংলানিউজকে বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই।

তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য। তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।  

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad