ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং-অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং-অভিযান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে দেশজুড়ে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদ ও দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (২৮ মার্চ) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজার সরবারাহ সচল রাখতে অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেন আইজিপি।

সেই নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিট একযোগে অবৈধ মজুদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।

সরবরাহ ঠিক রাখতে সংশ্লিষ্ট যানচলাচল ঠিক রেখে বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে পুলিশ। এসব কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনে পুলিশ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

এছাড়া করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করতে পুলিশের ইউনিটগুলো মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

বাংলদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad