ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
বেশি দামে ভোজ্যতেল বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া: বেশি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার চার ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে বড় বাজারে ব্যবসায়ী বিজয় কুমারকে ৩০ হাজার, বুদ্ধদেক কুণ্ডুকে ২০ হাজার, আদ্রিতি এন্টার প্রাইজকে ১০ হাজার ও লুৎফর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলামসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।