ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ কেজি করে চাল-নগদ টাকা পাবে নিম্ন আয়ের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
১০ কেজি করে চাল-নগদ টাকা পাবে নিম্ন আয়ের মানুষ

সিরাজগঞ্জ: করোনা সংক্রমণরোধে অঘোষিত লকডাউনের ফলে কাজ না থাকা নিম্ন আয়ের মানুষের মধ্যে ১০ কেজি করে চাল ও নগদ টাকা বিতরণ করবে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ৪৫০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা মন্ত্রণালয় থেকে বরাদ্দ এসেছে। আজকে প্রথম পর্যায়ে ৯টি উপজেলায় ১৯৫ মেট্টিক টন চাল ও ৪ লাখ টাকা বরাদ্দ করা হলো।

আমরা আগেই জনপ্রতিনিধিদের ভাসমান চা-স্টল, রিকশাচালক ও দিনমজুরদের তালিকা করার জন্য বলেছিলাম। ওই তালিকা মোতাবেক এসব চাল ও টাকা বিতরণ করা হবে।  

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ জানান, রোববার থেকেই নিম্ন আয়ের মানুষগুলোর মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া শুরু হবে। এ পরিস্থিতিতে যাদের কাজ নেই তাদের প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল ও নগদ টাকা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ