ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
গাজীপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে গাজীপুরে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকার প্লাস্টিক কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মামুনুর রশীদ বাংলানিউজকে জানান, কোনাবাড়ী বিসিক এলাকার একটি প্লাস্টিক কারখানার ছাদে ওয়েস্টেজ মালামালে আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁচ্ছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

তিনি বলেন, আগুনে ওই কারখানার ছাদে রাখা ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছিল। কারখানাটিতে বিভিন্ন টুথপেস্টের টিউব তৈরি করা হয়।

** গাজীপুরে প্লাস্টিক কারখানায় আগুন

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।