ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে প্রবাসীসহ ৯৪২ জন হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ঝিনাইদহে প্রবাসীসহ ৯৪২ জন হোম কোয়ারেন্টিনে

ঝিনাইদহ: ঝিনাইদহে ইতালি, চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকে ফেরত আসা ৩৩৪ জন প্রবাসীসহ পরিবারের ৯৪২ জনকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টিনে রেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইতালি, চীন ও ভারতসহ অন্য কয়েকটি দেশ থেকে প্রবাসীরা ঝিনাইদহে নিজ বাড়িতে এসেছেন। স্বাস্থ্য বিভাগ এমন খবর পেয়ে সে সব স্থানে গিয়ে তাদের স্বাস্থ্য বার্তা মেনে চলে ১৪ দিনের তত্ত্বাবধানে নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।