ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৮৯০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে ৮৯০ জন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টিনে রয়েছে ৮৯০ জন। অন্যদিকে শুক্রবার (২৭ মার্চ) ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ২০০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্ত করা হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।  

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকান, হোটেল, সাপ্তাহিক হাটসহ সব রকম সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

তবে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্ববর্তী খালঘাট শিমুলতলা, রামজীবনপুর, বালিয়াডাঙ্গা, ঝিলিমবাজার, পৌরএলাকার রেলবস্তি, রেহাইচর, নতুনহাটসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে জনসমাগম লক্ষ্য করা গেছে।  

স্থানীয়ভাবে ব্যাটারিচারিত অটোরিকশা ও রিকশা চলাচল করায় জনসমাগম বাড়ছে। তবে পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।