ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাঁকা সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ফাঁকা সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

রাজশাহী: রাজশাহীর ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর শিরোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিরের বাড়ি নগরীর দড়িখড়বোনা এলাকায়।

তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, এখন রাজশাহীর সড়ক একেবারেই ফাঁকা। ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন নাসির। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডে গিয়ে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।