ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: মোহাম্মদপুরের ৫৪ বাসায় পুলিশের নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: মোহাম্মদপুরের ৫৪ বাসায় পুলিশের নজরদারি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ৫৪টি ভবন শনাক্ত করে তাদের বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে নজরদারিতে রেখেছে পুলিশ।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কাছ থেকে নির্দেশনা পাবার পর ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ ওই ৫৪টি ভবন লালকালিতে চিহ্নিত করে দেয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বাংলানিউজকে বলেন, ওই ভবনগুলোতে সন্দেহভাজন করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে বলে ধারণা করছে আইইডিসিআর।

তাদের পক্ষ থেকে পুলিশ সদর দফতরের মাধ্যমে আমরা ৫৪টি বাসার তালিকা পেয়েছি।

সে অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় লালকালিতে মার্কিং করা হয়েছে। ঠিক লকডাউন নয়, তবে ওই বাসার বাসিন্দাদের হোম কোয়ারান্টিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সবধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।