ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: রাঙামাটিতে জলকেলি উৎসব বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: রাঙামাটিতে জলকেলি উৎসব বাতিল

রাঙামাটি: অল্প কিছুদিন পর পাহাড় সাজবে উৎসবের নবরূপে। কারণ দিনটা হলো নববর্ষ বা বৈসাবি। তবে সেই উৎসবে এবার ভাটা পড়েছে। করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সারা বিশ্ব যেভাবে নাকাল, তার থেকে পাহাড়ের বাসিন্দারাও নিস্তার পায়নি। তাই করোনা মোকাবিলায় মারমা সংস্কৃতি সংস্থা (মাসাস) এবার তাদের ঐতিহ্যবাহী সামাজিক জলকেলি উৎসব ‘সাংগ্রাই’ বাতিল করেছে। 

শুক্রবার (২৭ মার্চ) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মাসাস’র কেন্দ্রীয় কমিটির তথ্য প্রচার সম্পাদক হ্লা প্রু সাইন মারমা।

মাসাস’র কেন্দ্রীয় এ নেতা বাংলানিউজকে বলেন, প্রতি বছরই মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী  সামাজিক অনুষ্ঠান জলকেলি উৎসব ‘সাংগ্রাই’ পালন করা হয়।

কিন্তু সম্প্রতি সময়ে সারা পৃথিবীর মানব সমাজকে গ্রাস করছে করোনা ভাইরাস। তাই সবকিছু বিবেচনা করে নতুন বছরে জলকেলি উৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ