bangla news

মাশরাফির ক্রিকেটের অর্থ দিয়ে ১২শ পরিবারকে খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৭ ১১:২২:৫১ এএম
হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা

হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা

নড়াইল: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের সময়ে ক্রিকেট খেলার অর্থ দিয়ে ১২০০ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মাশরাফি বিন মুর্তজার মামা নাহিদুর রহমানের তত্বাবধায়নে নড়াইল পৌর এলাকার অর্ধশত হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সমগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সির্দ্ধাথ সিংহ পল্টু প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করে জানান, নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলার ১২০০ দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে। তালিকা তৈরির কাজ চলছে। এসব পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। 

জানা যায়, প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন এবং একটি করে সাবান দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-27 11:22:51