ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

করোনা: ঝালকাঠিতে পুলিশের বিশেষ মেডিক্যাল টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: ঝালকাঠিতে পুলিশের বিশেষ মেডিক্যাল টিম

ঝালকাঠি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগকে সহায়তা করার পাশাপাশি সরকারি নানা নির্দেশনা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সারাদেশের ন্যায় সাধারণ মানুষকে সচেতন করতে ঝালকাঠি জেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। এর ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে বিশেষ ‘মেডিক্যাল টিম’ গঠন করেছে ঝালকাঠি জেলা পুলিশ।

 

জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের উদ্যোগে করা এ মেডিক্যাল টিম কুইক রেসপন্স টিম হিসেবেও কাজ করবে।  অ্যাম্বুলেন্স ও গাড়িসহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এ দলকে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।