ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনী পৌর মেয়রের করোনায় আক্রান্তের গুজব, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ফেনী পৌর মেয়রের করোনায় আক্রান্তের গুজব, থানায় জিডি

ফেনী: ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি আইডি থেকে এই গুজব ছড়ানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ বিষয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান মেয়র হাজী আলা উদ্দিন।

ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন বলেন, সারাবিশ্বের মানুষ যখন করোনা ভাইরাসে দিশেহারা।

বাংলাদেশেও করোনা সংক্রমণে মানুষ হতবিহবল। এসময় কিছু কুচক্রী মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। করোনা নিয়ে মিথ্যাচারকারী এসব প্রতারককে আল্লাহও ক্ষমা করবে না।

বাংলাদেশ সময়: ০৬৪১ ঘন্টা, মার্চ ২৭, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।