ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ৫ যুবককে কান ধরিয়ে শাস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ৫ যুবককে কান ধরিয়ে শাস্তি

ব্রাহ্মণবাড়িয়া: জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরা করার কারণে ব্রাহ্মণবাড়িয়া ৫ যুবককে কান ধরিয়ে শাস্তি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলা শহরের কাউতলী মোড়ের ডাকবাংলো এলাকায় অটোরিকশা নিয়ে ঘোরাফেরার করার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের কানে ধরিয়ে পাঁচ মিনিট শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সরকারি নির্দেশে গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও ওই পাঁচ যুবক কোনো কারণ ছাড়াই অটোরিকশায় ঘোরাফেরা করছিল। তখন কতর্ব্যরত পুলিশ সদস্য তাদের থামিয়ে এই শাস্তি দেন।

এদিকে জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত শহর জুড়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।