bangla news

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ৮:৪৪:২৮ পিএম
 কহিনুর বেগম

কহিনুর বেগম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কহিনুর বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, সকাল ১০টার দিকে কোহিনুর বেগম একই ইউনিয়ন পরিষদের মেম্বর ফিরাতুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে আশরাফপুর থেকে মেহেরপুর আসার সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়ায় পাঠানো হয়।

কোহিনুর বেগম আশরাফপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 20:44:28