bangla news

রূপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ৭:০৯:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মোটরাসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টর হেলপ্যাড চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল মিয়া পূর্বাচল উপ-শহরের ৯ নম্বর সেক্টরের নুরুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, উপজেলা কালনী বাজার থেকে সোহেল মিয়ার বাইকের পেছনে বসে আশরাফুল ইসলাম বাসায় ফিরছিলেন। এসময় পূর্বাচল উপ-শহরের হেলিপ্যাড চত্বর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আশরাফুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় মোটরসাইকেল চালক সোহেল ও অপর অজ্ঞাত মোটরসাইকেল চালক আহত হয়। পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় নিহতের মরদেহ ময়নাতদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচএডি/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 19:09:44