ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘরে সময় কাটাতে ইউএনওর লুডু বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
ঘরে সময় কাটাতে ইউএনওর লুডু বিতরণ লুডু বিতরণ করছেন গৌরনদীর নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। ছবি: বাংলানিউজ

বরিশাল: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ নিজ গৃহে অবস্থান করছে। আর নিজ গৃহে সময় কাটানোর জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনগণের মধ্যে লুডু খেলার সামগ্রী বিতরণ করেছেন বরিশালের গৌরনদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

পাশাপাশি একইসময় করোনা প্রতিরোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা এলাকাবাসীর মধ্যে প্রচার করেন তিনি।  

এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।