bangla news

স্বাধীনতা দিবসে করোনা প্রতিরোধের আহ্বান মিলারের 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ৬:৩৮:৪১ পিএম
রবার্ট আর্ল মিলার

রবার্ট আর্ল মিলার

ঢাকা: বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের জনগণের উদ্দেশে এক বিশেষ বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) শুভেচ্ছা জানান তিনি।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, স্বাধীনতার ৪৯তম বার্ষিকীতে আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। সেইসঙ্গে ২০২১ সালে আপনাদের সুবর্ণজয়ন্তী সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনেও আপনাদের শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি জনগণ একটি হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এবং বিস্ময়কর দৃঢ়তা, শক্তিমত্তা ও ঘুরে দাঁড়াবার ক্ষমতা দেখিয়েছিল। আজ পুরো বিশ্ব নতুন এক হুমকির মুখোমুখি- করোনা ভাইরাস (কোভিড-১৯)। এই রোগের বিরুদ্ধে লড়াই করে একে অপরকে সুরক্ষিত করতে বাংলাদেশিদের সেই একই গুণাবলী প্রদর্শন করতে হবে।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
টিআর/এএ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 18:38:41