ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: জনসচেতনতায় রাস্তায় গাংনীর এমপি-পৌর মেয়র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
করোনা: জনসচেতনতায় রাস্তায় গাংনীর এমপি-পৌর মেয়র

মেহেরপুর: করোনা ভাইরাস মোকাবিলায় গাংনীবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন তিনি। এসময় এমপি সাহিদুজ্জামান খোকনের সৌজন্যে পথচারীদের হাতে মাস্ক তুলে দেন।

সাহিদুজ্জামান বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। এটি মোকাবেলা করতে সবাইকে সচেতন হতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকারের গৃহীত সকল ধরনের কর্মসূচিও মেনে চলার পরামর্শ দেন তিনি।

এসময় তিনি এনজিওগুলোকে ঋণের কিস্তি তোলা থেকেও বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম পৌরসভার পক্ষ থেকে গাংনীর প্রতিটি ওয়ার্ডর গুরুত্বপূর্ণ স্থানে মশকনিধন ও জীবানুনাশক ওষুধ স্প্রে করেন। এছাড়া মোড়ে মোড়ে হাত ধোঁয়ার বেসিন স্থান, সাবান ও টিসু দেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad