ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানবন্দর থেকে আইসোলেশনে যুক্তরাজ্যফেরত দম্পতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
বিমানবন্দর থেকে আইসোলেশনে যুক্তরাজ্যফেরত দম্পতি

সিলেট: থার্মাল স্ক্যানারে জ্বর ধরা পড়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যফেরত দম্পতিকে সরাসরি আইসোলেশনে নেওয়া হলো।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিজি-৬০২ ফ্লাইটে তারা ঢাকা থেকে সিলেটে আসেন।
 
বিমানবন্দর সূত্র জানায়, ওই দম্পতি যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে ঢাকায় ফিরে কানেকটিং ফ্লাইটে সিলেটে আসেন।

তারাসহ ওই ফ্লাইটে আসেন ১৬ জন।
 
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, যুক্তরাজ্যফেরত দম্পতির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।
 
তিনি বলেন, এই দম্পতিসহ ওই হাসপাতালের আইসোলেশনে তিনজনকে রাখা হয়েছে। এছাড়া হবিগঞ্জ হাসপাতালে আরেকজন রোগী আইসোলেশনে রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।