ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার ছোনকা এলাকায় ওই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের বাসিন্দা মাইক্রোবাস চালক মজিবর রহমান (৪৫) ও ছোনকা এলাকার আজগর আলী (৬৫)।

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বাংলানিউজকে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টায় ছোনকা এলাকায় মজুমদার অয়েল মিলের সামনে। সেখানে বগুড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের মুহূর্তে প্রায় ৫০০ মিটার দূরে ট্রাক চাপায় আজগর আলী নিহত হন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন আরও জানান, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আহত ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাস চালক মজিবর রহমানের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ