bangla news

কক্সবাজারে সড়কে সক্রিয় সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৬ ৩:৩৬:১৯ পিএম
কক্সবাজারের সড়কে সেনা টহল। ছবি: বাংলানিউজ

কক্সবাজারের সড়কে সেনা টহল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণকে সচেতন করতে কক্সবাজারের বিভিন্ন স্থানে সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনী। জেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সেনা সদস্যরা নিজেরাও মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রামু সেনানিবাসের ১৪ বীরের টুআইসি মেজর আরিফ এবং জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের নেতৃত্বে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়।

এর পর রামু সেনানিবাসের-১০ পদাতিক ডিভিশনের সদস্যরা মাইকিং এবং লিফলেট বিতরণ করেন। এসময় তারা বাইরে অবস্থানরত লোকজনকে ঘরে ফিরে যাওয়ার তাগিদ দেন। এসময় সেনাবাহিনীর একাধিক গাড়ি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় টহল দিতেও দেখা যায়।

রামু সেনানিবাসের ১৪ বীরের টুআইসি মেজর আরিফ জানান, করোনা নিয়ে সারাবিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী মাঠে কাজ করছে। লোকজন যেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসে, এক জায়গায় সমবেত না হয় এ বিষয়গুলো দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এসবি/এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-26 15:36:19