ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা ছাড়লেন ৩৬৪ বিদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
ঢাকা ছাড়লেন ৩৬৪ বিদেশি

ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঢাকা ছেড়েছেন ৩৬৪ বিদেশি। গত দু'দিনে ঢাকা ছাড়েন মালয়েশিয়া ও ভুটানের এ নাগরিকরা। এদের বেশিরভাগই দেশ দু'টির ঢাকায় অবস্থিত দূতাবাসের কর্মী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মালয়েশিয়ার নাগরিকরা।

ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।

অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ড্রুক এয়ারের দু'টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ নাগরিক। ওই দু'টি ফ্লাইটে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে এ বিদেশি নাগরিকরা নিজ দেশে ফিরে গেলেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।