ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, মার্চ ২৬, ২০২০
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিহাব আলী (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের সাইফুন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিহাব একই উপজেলার চুনিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাতে কুষ্টিয়ার বিত্তিপাড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি আলমসাধুতে করাত মিলের কাঠের গুড়া নিয়ে আসছিলেন শিহাব। পথে ঘটনাস্থলে এলে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুটির নিচে চাপা পড়ে শিহাব গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।