ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: খুলনায় প্রকাশিত পত্রিকা বন্ধের দাবি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
করোনা: খুলনায় প্রকাশিত পত্রিকা বন্ধের দাবি 

খুলনা: আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত খুলনা থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকাগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন।

বুধবার (২৫ মার্চ) রাতে খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ দাবি জানানো হয়।  

হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় ইউনিয়নের সদস্যরা আতঙ্কিত।

কেননা প্রতিদিন শত শত মানুষের মধ্যে অরক্ষিতভাবে চলাচল করতে হয়।

এছাড়া ভাইরাসের কারণে অনেক পাঠকও পত্রিকা নিচ্ছেন না, বিলও পরিশোধ করছেন না। অনেকের বাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না, যা অপমানজনকও।  

তাই ইউনিয়নের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা বিলি করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায় সংবাদপত্র হকার্স ইউনিয়নের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পত্রিকাগুলো বন্ধ রাখার আবেদন করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।