ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
বাঘাইছড়িতে গৃহবধূর আত্মহত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়িতে গলায় ফাঁস দিয়ে মোছা. শাবনূর আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে উপজেলার রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।  শাবনূর একই এলাকার মানিক মিয়ার স্ত্রী এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে মানিকের সঙ্গে পারিবারিকভাবে শাবনূরের বিয়ে হয়। বুধবার দিনগত রাতে নিজ ঘরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন শাবনূর।  স্বামী-স্ত্রী মধ্যে কলহের জেরেই এ আত্মহত্যা বলে স্থানীয়দের ধারণা।  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজু বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad