ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জেএসএস সংস্কার কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
বাঘাইছড়িতে জেএসএস সংস্কার কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জেএসএস সংস্কারের কর্মী দুর্ধব চাকমা (৪৫) নিহত হয়েছেন ।

বুধবার (২৫মার্চ) রাতে উপজেলার রূপকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রূপকারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একদল মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্তরা রূপকারী গ্রামে এসে দুর্ধব চাকমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে এ ঘটনার পরপরই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুর বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তার ফিরে আসার পর বিস্তারিত জানানো যাবে।
 
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।