ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রংপুরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, মার্চ ২৬, ২০২০
রংপুরে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

রংপুর: রংপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় আছমা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে নগরীর আরকে রোডের নালন্দা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আছমা নগরীর বিনোদপুর রেলগেট এলাকার মৃত বদিউজ্জামানের স্ত্রী।

তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বাংলানিউজকে জানান, রাতে নগরীর আরকে রোড পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।