ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুর পৌরসভায় ব্লিচিং পাউডার মেশানো পানির স্প্রে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
মাদারীপুর পৌরসভায় ব্লিচিং পাউডার মেশানো পানির স্প্রে

মাদারীপুর: করোনা প্রতিরোধের জন্য তিন হাজার লিটার ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটালো মাদারীপুর পৌরসভা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পৌরসভা চত্বর থেকে এই পানি ছিটানো কার্যক্রম শুরু হয়।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

পৌরসভার হাসপাতাল, ফুটপাত, হাট-বাজার, মার্কেটসহ গুরুত্বপূর্ণ একশটি স্থানে এই পানি ছিটানো হয়।
 
এ সময় পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ব্লিচিং পাউডারের সঙ্গে পানি মিশিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ছিটানো হচ্ছে। করোনা প্রতিরোধে যা নিয়মিত চলমান থাকবে।

এদিকে মাদারীপুর জেলাকে করোনার সবচেয়ে ঝুঁকি মনে করছে স্থানীয় প্রশাসন। এর লক্ষ্যে বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাটসহ যানবাহন। এর মধ্যে শিবচর উপজেলার ৪টি এলাকার ৮০ হাজার মানুষ পাঁচ দিন ধরে গৃহবন্দি। করোনা ভাইরাসের আশঙ্কায় আটকা পড়া এসব এলাকার দুই হাজার পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।