ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
চট্টগ্রামে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাস সংকটের মধ্যেই চট্টগ্রামে নতুন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরেকটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের।

তিনি বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ‘শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট’- নামের এই কেন্দ্রের উদ্বোধন করেন।



এখন ডুয়েল-ফুয়েল পদ্ধতির এ কেন্দ্র থেকে পিক-আওয়ারে প্রতিদিন দেড়শ’ মেগাওয়াট বিদুৎ ন্যাশনাল গ্রিডে সংযুক্ত হবে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের পরিকল্পনা অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারিতে পশ্চিম পটিয়ার শিকলবাহায় পিকিং পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হয়। এ বছরের মার্চে এর নির্মাণ কাজ শেষ হয়। ৫শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে এ প্ল্যান্টে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২৯ জুন।

শিকলবাহায় নির্মিত এই কেন্দ্রটির প্রকল্প এলাকার আয়তন ৬ একর। এটি নির্মাণ করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চীনের মেসার্স সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে ২০০৮ সালের ২০ ফেব্রুয়ারি একটি চুক্তি করে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৭শ’ ৭৭ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ৬শ’ ৩৯ কোটি ২৮ লাখ টাকা।

গত ১৬ আগস্ট এ কেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।