ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জ কারাগারে পৌর কাউন্সিলরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
হবিগঞ্জ কারাগারে পৌর কাউন্সিলরের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলর কুতুব আলীর (৫৫) মৃত্যু হয়েছে। চুনারুঘাট উপজেলা বাজার কমিটির সভাপতি আকল মিয়া হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কারাগারের তিনতলার পাঁচ নম্বর কক্ষে অসুস্থ হয়ে পড়লে কুতুব আলীকে আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক আ ন ম রকিবুল কাওছার তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার জয়নাল আবেদীন জানান, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সভাপতি মো. আকল মিয়া হত্যা মামলায় ২ নম্বর আসামি কুতুব আলী ৩ মার্চ থেকে হবিগঞ্জ কারাগারে ছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল সংগ্রহের পর মর্গে পাঠায়।

ডা. রকিবুল জানান, হাসপাতালে আসার আগেই ওই লোকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।