ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জ-চট্টগ্রাম-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, মার্চ ২৩, ২০২০
সিরাজগঞ্জ-চট্টগ্রাম-সিলেট রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতি।

সোমবার (২৩ মার্চ) রাতে ওই সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আপাতত বিকেল থেকে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে আমাদের বাস চলাচল বন্ধ করা রয়েছে।

তবে স্বাভাবিক রয়েছে দেশের অন্য জেলার সঙ্গে বাস চলাচল। বর্তমানে যাত্রীর সংখ্যাও কমে গেছে। আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার বাস বন্ধের নির্দেশনা দেওয়া মাত্র তাৎক্ষণিক তা বন্ধ করে দেওয়া হবে।

জিন্নাহ আলমাজি আরও বলেন, কোভিড-১৯ সম্পর্কে যাত্রীদের সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। আর বাসে ওঠার আগে যাত্রীদের হাত-মুখ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এসআরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।