bangla news

করোনা: চাঁপাইনবাবগঞ্জের ২ বন্দর ৪ দিন বন্ধের ঘোষণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৩ ৮:১০:০০ পিএম
বন্দর ঘোষণার চিঠি।

বন্দর ঘোষণার চিঠি।

চাঁপাইনবাবগঞ্জ: করোনার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এবং রহনপুর শুল্ক স্টেশন মঙ্গলবার (২৪ মার্চ) থেকে চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ভারতের মোহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মোহদীপুর এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের সই করা এক চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে মঙ্গলবার থেকে শনিবার (২৭ মার্চ) পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই নির্দেশনা বজায় থাকবে রহনপুর শুল্ক স্টেশনেও।

এদিকে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোট ম্যানেজার মইনুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বিশেষ নিরাপত্তায় বন্দরে লোড-আনলোড অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   চাঁপাইনবাবগঞ্জ করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-23 20:10:00