ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে আমিন জুট মিলে আগুন

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ১২ লাখ টাকার মালামাল। এছাড়া আগুনে অবকাঠামোগত ক্ষতি হয়েছে জুট মিলটির।



বুধবার সকাল ৭টা ২০ মিনিটে নগরীর ষোলশহর এলাকায় অবস্থিত জুট মিলের ব্যাচিং ইউনিটে আগুন লাগে।

আমিন জুট মিল কর্তৃপক্ষ ও দমকলবাহিনী সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

খবর পেয়ে আগ্রাবাদস্থ দমকল বাহিনীর সদরদপ্তর এবং বায়েজিদ ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

বিজেএমসি’র চট্টগ্রাম জোনের উপ-মহাব্যবস্থাপক গাজী ফসিউল আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘আগুনে কারখানার ব্যাচিং ইউনিটের পাট কাটার রশি, ফাইবার রোল, সুতার ওয়েস্টেজ এবং চটের বস্তার টুকরাসহ ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ’

এছাড়া কারখানার অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণের তদারকিতে থাকা দমকল বাহিনীর সহকারী পরিচালক আব্দুল মান্নান খান জানান, ‘আমরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তবে কারখানায় থাকা পাটের ঝুট স্তূপের এক অংশ থেকে অপর অংশে ছড়িয়ে পড়ার কারণে আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে। ’

আগুনে কেউ আহত হননি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।