ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা নিয়ে গুজব, দুই কলেজছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা নিয়ে গুজব, দুই কলেজছাত্র আটক

পিরোজপুর: করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পিরোজপুর শহর থেকে দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) দুপুরে তাদের পিরোজপুর শহর থেকে আটক করা হয়।

আটক ছাত্ররা হলেন- পিরোজপুর শহরের শেখ পাড়ার ইসমাঈল শেখের ছেলে সোহেল শেখ ওরফে হৃদয় (১৮)।

তিনি খুলনার হাজী মোহাম্মদ মহসিন কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এবং একই এলাকার নান্নু শেখের ছেলে আনাম  হোসেন (১৮)। তিনি খুলনার বয়রা পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, করোনা ভাইরাস বিষয়ে একটি মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে হৃদয়। পরে হৃদয় ও আনাম তাদের ফেসবুক আইডির মাধ্যমে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।