ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মন্ত্রিসভার বৈঠক নেই সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
মন্ত্রিসভার বৈঠক নেই সোমবার

ঢাকা: মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না সোমবার (২৩ মার্চ)। পূর্ব নির্ধারিত সূচি না থাকায় এ বৈঠক হচ্ছে না। 

রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি রবি-সোমবার (২২-২৩ মার্চ) সংসদের বিশেষ অধিবেশন ডাকায় সোমবার মন্ত্রিসভা বৈঠকের সূচি আগে থেকেই নির্ধারিত ছিল না।

করোনা ভাইরাসের কারণে সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়। তবে করোনার কারণে আগামী বৈঠকগুলো হবে কিনা সেটি পরে জানা যাবে।

সাধারণত প্রতি সপ্তাহের সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। আর প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকতে পারেন।

বাংলাদেশে ২১ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে ২৪ জন আক্রান্ত ও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।