ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিয়েতে জনসমাবেশ বন্ধ করলো প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, মার্চ ২১, ২০২০
বিয়েতে জনসমাবেশ বন্ধ করলো প্রশাসন

ফেনী: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় দুটি বিয়ের অনুষ্ঠানে গণ সমাগম বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব গণ সমাগম বন্ধ করে দেওয়া হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাগনভূঞায় গণ জামায়েত নিষিদ্ধ করা হলেও আয়োজকরা বিষয়টি আমলে না নেওয়ায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ঘটনাস্থলে গিয়ে গণ সমাগম বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, করোনা ঠেকাতে উপজেলায় গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আগামিতে যারা এ আদেশ মানবে না, তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে তাদের পরিচয় উল্লেখ করেননি তিনি।

অপরদিকে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে অভিযান চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসএইচডি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।