ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পেঁয়াজের মূল্য কারসাজি করায় মুন্সিগঞ্জে ৪ দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পেঁয়াজের মূল্য কারসাজি করায় মুন্সিগঞ্জে ৪ দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জ: পেঁয়াজের মূল্য কারসাজি করার দায়ে মুন্সিগঞ্জের সদরের শহর বাজার ও মুন্সিরহাটে অভিযান চালিয়ে চার দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ মার্চ) দুপুরে পৃথক এ অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সামিউল মাসুদ।

বাংলানিউজকে মো. সামিউল মাসুদ জানান, অভিযানে মুন্সিগঞ্জ শহর বাজারের হারুন স্টোরকে ৩০ হাজার, সোয়াদ স্টোরকে দুই হাজার এবং মুন্সিরহাটের করিম স্টোরকে ২০ হাজার ও ওহিদ স্টোরকে তিন হাজারসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।



তিনি জানান, ৩২ থেকে ৩৫ টাকা পাইকারি দরের পেঁয়াজের মূল্য কারসাজি করে ৬০-৬৫ টাকা বিক্রি করা হচ্ছিল। অভিযানের পর তাৎক্ষণিক পেঁয়াজের মূল্য ২০ টাকা করে কমে যায়। এখন সব বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।