ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

টাঙ্গাইল:  টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহীন (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা জাহাঙ্গীর (২৪) নামে অপর এক আরোহী। 

শাহীন ঘাটাইল উপজেলার সাগরদিঘীর ফুলমালীর চালা এলাকার রোস্তম মিয়ার ছেলে। সে রফিক রাজু কোচিং সেন্টার সখিপুর শাখায় সপ্তম শ্রেণিতে পড়তো।

 

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে ঘাটাইলের জোড়দিঘী ফুলমালি চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, জাহাঙ্গীর নামে এক যুবককে সঙ্গে নিয়ে  মোটরসাইকেল চালিয়ে উপজেলার জোড়দিঘী বাজার থেকে পাশর্^বর্তী কয়াদি বাজারে যাচ্ছিল শাহীন। পথে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে শাহীনের মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় জাহাঙ্গীর। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।