ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ, ৬ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ১০ দিনের ছুটির দাবিতে মুন্নু অ্যাটেয়ার গার্মেন্টের শ্রমিকরা বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড নামক স্থানে সড়ক অবরোধ করেন।

সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত রাস্তার উভয় দিকের রাস্তায় প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারী শ্রমিকরা অভিযোগ করেন, বুধবার থেকে তাদের ছুটি দেওয়ার আশ্বাস দিয়ে মালিকপক্ষ গতকাল বিকেল ৩টা থেকে কাজ করতে বলেন। সে অনুযায়ী তারা কাজে যোগ দিয়ে রাতভর কাজ করেন।

কিন্তু সকালে মালিকপক্ষ আগামীকাল বৃহস্পতিবার ছুটি দেওয়া হবে বলে জানিয়ে বুধবারেও কাজ করতে বললে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।

এছাড়া গত কয়েক দিনে অতিরিক্ত কাজ করার সময় যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের ছিল বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।