ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে আসামির ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে আসামির ফাঁসি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে শিশুকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামি শাহাদত হোসেন সাধুকে ফাঁসি দিয়েছেন আদালত।

বুধবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাধু জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের লতিফ শেখের ছেলে।

মামলার রায়ে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর রাতে আসামি শাহাদত হোসেন সাধু তার স্ত্রীর বোনের মেয়ে আখি আক্তারকে (১৪) ঢাকার সাভারের মায়ের বাড়ি থেকে নানীর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে দৌলতপুরের শ্যামপুরে একটি পরিত্যক্ত ডিপ মেশিন ঘরে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরে মরদেহটি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় পরের দিন শিশুাটর মা বাদী হয়ে সাধুকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। পরে পুলিশ সাধুকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এরপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসাসি শাহাদত হোসেন সাধুকে ফাঁসির আদেশ দেন।

মানিকগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি নুরুল হুদা রুবেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেম সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad